ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

মাদারীপুরে আগুনে ১৬ দোকান পুড়ে ছাই

আরটিভি অনলাইন রিপোর্ট, মাদারীপুর

সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭ , ০৮:২৯ এএম


loading/img

মাদারীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকালে সদর উপজেলার মস্তফাপুর বাজারে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিত্য গোপাল সরকার জানান, আউয়াল মাতুব্বরের হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই আগুনে ২টি সারের দোকান, ২টি স্বর্ণের দোকান ও একাধিক হার্ডওয়্যারের দোকানসহ ১৬  দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী।

বিজ্ঞাপন

নিত্য গোপাল বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |